ক্যাটাগরিঃ

ডিজিটাল মার্কেটিং

বিজনেস এর জন্য FACEBOOK MARKETING কেনো জরুরি?

Nazib Rafe

CEO at wit

6 ফেব্রুয়ারি, 2024

সময় লাগবে ৭ মিনিট

বিজনেস এর জন্য FACEBOOK MARKETING কেনো জরুরি?

যেকোনো ব্যবসায়ের আয় বাড়ানোর জন্য দরকার সঠিক জায়গায় বিজনেস এর প্রচারনা করা। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬৯ মিলিয়নের মধ্যে ৫২ মিলিয়ন মানুষের ফেসবুক একাউন্ট আছে। এক্ষেত্রে বাংলাদেশের মোট জনসংখ্যার ০৩ ভাগের ০১ ভাগ মানুষ ফেসবুকে থাকায় যেকোনো ব্যবসায়ের আয় বাড়াতে ফেসবুক মার্কেটিং এর বিকল্প নেই। 

ফেসবুকে ০২ ভাগে মার্কেটিং করা সম্ভব। প্রথমটি, অর্গানিক মার্কেটিং এবং পরেরটি হচ্ছে, পেইড মার্কেটিং। কন্টেন্ট বানানো, ডিস্ট্রিবিউশন, সঠিক অডিয়েন্স এর কাছে পৌছানোর প্রসেস, স্ট্র্যাটেজি ঠিক করা, বিজনেসের জন্য ফানেল বানানো, এড ক্যাম্পেইন চালানো থেকে শুরু করে রি-মার্কেটিং করা, সবকিছুই ফেসবুক মার্কেটিং এর অন্তর্ভুক্ত। নিজে ফেসবুক মার্কেটিং শিখলে নিজের ব্যবসাকে সঠিক মার্কেটিং এর মাধ্যমে বেশি মুনাফা অর্জন এর দিকে নিয়ে যাওয়া যায়, মার্কেটিং খরচ কন্ট্রোল করা যায়, ব্যবসাকে ব্র্যান্ড বানানো যায়। 

সব থেকে দারুন ব্যাপার হলো, অল্প সময়ের মধ্যেই ফেসবুক মার্কেটিং শিখে ফেলা যায়। এর জন্য দরকার আপনার পূর্ণ ইচ্ছা এবং সঠিক গাইডলাইন। একদম বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত যত্নসহ প্রতিটা টপিকের গাইডলাইন পেতে উইট ইন্সটিটিউট এর বিকল্প নেই। আপনারা যে কেউ চাইলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে অংশগ্রহন করতে পারেন আমাদের ওয়ার্কশপ এবং ট্রেইনিং প্রোগ্রামে। আপনাদের ক্যারিয়ার অগ্রযাত্রায় সবসময় পাশে আছে উইট ইন্সটিটিউট।

ট্যাগ

শেয়ার

রিলেটেড ব্লগ পোষ্ট

কোর্স এ ভর্তি চলছে

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্স মডিউল, অভিজ্ঞ মেন্টর, নিয়মিত সাপোর্ট ক্লাস, রিকোভারী ক্লাস, ক্যারিয়ার গাইডলাইন প্রদানসহ ১২ টিরও বেশি ট্রেন্ডি কোর্স নিয়ে পাশে আছে উইট ইন্সটিটিউট

আরো পড়ুন

ক্যাটাগরিঃ

ডিজিটাল মার্কেটিং

পড়াশোনা নাকি স্কিল ডেভেলপ? কোনটা করবো?

Nazib Rafe

CEO at wit

6 ফেব্রুয়ারি, 2024

ক্যাটাগরিঃ

গ্রাফিক ডিজাইন

গ্রাফিক ডিজাইনার হিসেবে ইনকামের ০৩ টি উপায়

Nazib Rafe

CEO at wit

6 ফেব্রুয়ারি, 2024

ক্যাটাগরিঃ

ওয়েব ডেভেলপমেন্ট

ওয়েব ডেভেলপমেন্ট শিখার হাতেখড়ি!!!!

Nazib Rafe

CEO at wit

2 মে, 2024