আপনাদের সাধারণ জিজ্ঞাসা

উইট ইন্সটিটিউট শুরু থেকেই ফ্রি ট্রেইনিং, অনলাইন অফলাইন সেমিনার, ইন্ডাস্ট্রি ডিমান্ড প্রফেশনাল কোর্স নিয়ে কাজ করে আসছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্স মডিউল মেইনটেইন, স্টুডেন্টদের নিয়মিত সাপোর্ট ক্লাস, রিকোভারী ক্লাস, ক্যারিয়ার গাইডলাইন প্রদান, টপিক বেজড রিসোর্স শেয়ারিং এর মাধ্যমে স্টুডেন্টদের বেকারত্বের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের সম্পর্কে আপনার যেসব প্রশ্ন থাকতে পারে সেগুলো নিচের সেকশনে দেয়া হলো। এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে আমাদের হটলাইন নম্বর বা ফেসবুকের ম্যাসেঞ্জারে জানাতে পারবেন

কোর্সগুলো কি অনলাইনে হয় নাকি অফলাইনে?

আমাদের কোর্সগুলো অনলাইন এবং অফলাইন দু ভাবেই করা যায়।

কোর্সগুলো কি অনলাইনে হয় নাকি অফলাইনে?

আমাদের কোর্সগুলো অনলাইন এবং অফলাইন দু ভাবেই করা যায়।

কোর্সগুলো কি অনলাইনে হয় নাকি অফলাইনে?

আমাদের কোর্সগুলো অনলাইন এবং অফলাইন দু ভাবেই করা যায়।

কোর্সগুলো কি অনলাইনে হয় নাকি অফলাইনে?

আমাদের কোর্সগুলো অনলাইন এবং অফলাইন দু ভাবেই করা যায়।

উইট ইন্সটিটিউট কোন কোন কোর্সগুলো করিয়ে থাকে?

ইন্ডাস্ট্রি ডিমান্ড প্রফেশনাল কোর্সগুলো নিয়ে পাশে আছে উইট ইন্সটিটিউট। আমাদের প্রফেশনাল এবং এডভান্স কোর্স সমূহ হচ্ছে, Digital Marketing, Graphic Design, Cyber Security, Front-end Development with React, Web Development with Vue & Laravel, CCNA, Mern Stack Development, Motion Graphics & VFX, UI/UX Design, Video Editing এবং WordPress Theme Customization

কোর্সগুলো সপ্তাহে কয়দিন হয়?

আমাদের কোর্স ০৬ মাস মেয়াদি কোর্স। প্রতি সপ্তাহে ০২ টি করে মোট ০৬ মাস ক্লাস হয়।

অনলাইন এবং অফলাইন কোর্সগুলোর বিশেষত্ব কি?

আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সগুলোতে আমরা খুব যত্ন নিয়ে টপিকগুলো বুঝিয়ে থাকি। অফলাইন এবং অনলাইনে সেইম মেন্টর, সেইম মেটেরিয়ালস, সেইম আউটলাইন। এখানে শুধু পার্থক্য হচ্ছে অনলাইনে আপনি ঘরে বসে ক্লাস করছেন, আর অফলাইনে আমাদের ক্যাম্পাসে এসে অফিস করছেন। এর বাইরে অনলাইন এবং অফলাইন ব্যাচের কোনো পার্থক্য নেই।

আপনাদের কোর্স কি চাকরির নিশ্চয়তা দিতে পারবে?

আমাদের কোর্স এ আমরা স্কিল গ্যারান্টি দিচ্ছি। একটা টপিক ভালোভাবে বোঝানোর জন্য ক্লাস, এক্সট্রা সাপোর্ট, মেটেরিয়ালসসহ যাবতীয় বিষয়গুলো আমরা প্রোভাইড করে থাকি। আমাদের কোর্সগুলোতে শুধুমাত্র স্কিল এই ফোকাস করা হয় না, এর সাথে কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট ম্যানেজমেন্টও শেখানো হয়, যা স্টুডেন্টদের চাকরী পেতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে

কোর্সটি করার জন্য আগে থেকে কি কি জানতে হবে?

বেসিক কম্পিউটার স্কিল এবং বেসিক ইংলিশ জানলে আপনার জন্য আমাদের কোর্সগুলো করতে সুবিধা হবে। যদি এই স্কিলগুলো না জেনে থাকেন, আমাদের মেন্টররা কোর্স এর শুরুতেই এগুলো শেখার জন্য পরিপূর্ণ গাইডলাইন দিয়ে দিবেন যাতে করে আপনি খুব ভালোভাবে এই স্কিলগুলো শিখতে পারেন।

কোর্স শেষে কি সার্টিফিকেট থাকবে?

হ্যাঁ। কোর্স শেষে আপনার জন্য থাকছে সার্টিফিকেট।

আমাদের কোর্সগুলো করতে আপনার কি কি থাকা লাগবে?

অফলাইন ব্যাচের ক্ষেত্রে আপনি আমাদের ল্যাব ক্লাসে বসেই কম্পিউটার এক্সেস পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার কম্পিউটার না থাকলেও আপনি আমাদের ল্যাবে বসেই প্র্যাক্টিস করতে পারবেন। তবে বাসায় দ্রুতগতির ইন্টারনেট এবং কম্পিউটার থাকা আপনার স্কিল শেখায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

কোর্স করতে গিয়ে আটকে গেলে কি করবো?

কোর্স করতে গিয়ে কোনো টপিক না বুঝলে বা আটকে গেলে মেন্টরের সাথে ওয়ান টু ওয়ান সাপোর্ট ক্লাস এর মাধ্যমে সমস্যাগুলোর সমাধান পাবেন। এছাড়াও প্রতি ব্যাচের রিসোর্স শেয়ারসহ সমস্যা সমাধানের জন্য থাকছে ফেসবুক এবং ম্যাসেঞ্জার গ্রুপ, যা আপনাকে ইমিডিয়েটলি সমস্যা সমাধানে সাহায্য করবে।

কোর্স এ ভর্তি চলছে

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্স মডিউল, অভিজ্ঞ মেন্টর, নিয়মিত সাপোর্ট ক্লাস, রিকোভারী ক্লাস, ক্যারিয়ার গাইডলাইন প্রদানসহ ১২ টিরও বেশি ট্রেন্ডি কোর্স নিয়ে পাশে আছে উইট ইন্সটিটিউট