ক্যাটাগরিঃ
ওয়েব ডেভেলপমেন্ট
CEO at wit
2 মে, 2024
ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে হলে কি কি শিখতে হবে?
অনলাইন জগতে Web Design এবং Development অনেক সম্ভাবনাময় একটি সেক্টর। এই সেক্টরে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে একজন প্রোগ্রামারকে একাধিক প্রোগ্রামিং ভাষায় দক্ষতা অর্জন করতে হয়। বিশেষ করে HTML, CSS এবং Javascript এর উপর পুর্নাঙ্গ ধারণা রাখতে হবে।
১। HTML (এইচটিএমএল)
এটি হলো এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য ব্যাবহৃত হয় । এইচটিএমএল ব্যতীত ওয়েবসাইট ডিজাইন করাই অসম্ভব। প্রথমে এইচটিএমএল ব্যবহার করে একটি ওয়েবসাইট এর মূল কাঠামো তৈরি করা হয়। পরবর্তীতে বিভিন্ন কোডিং এবং প্রোগ্রামিং এর সাহায্যে তা মডিফাই করা হয়।
২। CSS (সিএসএস)
HTML শিখার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কোডিং টি শিখতে হবে সেটি হচ্ছে CSS যার মাধ্যমে ওয়েবসাইটে বিভিন্ন স্টাইল যুক্ত করে সেটিকে অনেক ইউজার ফ্রেন্ডলি এবং আকর্ষণীয় করা হয়। CSS এর সাহায্যে একটি ওয়েবসাইটের ছবি এবং ফন্ট সাইজ কত হবে বা কোন ফন্ট ব্যবহার করা হবে, কোথায় কোন কালার ব্যবহার করতে হবে, লে-আউট কেমন হবে ইত্যাদি সহ যাবতীয় ডিজাইনের কাজ করা হয়।
এছাড়াও Web Design এন্ড ডেভেলপমেন্ট এ প্রফেশনাল হতে হলে আপনাকে আরো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। সেগুলো হলোঃ
এক্সএমএল (XML)
Javascript & jQuery
Bootstrap
Tailwind
পিএচপি (PHP)
ওয়ার্ডপ্রেস (WordPress)
গিট (Git)
Python
SQL
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতদিন লাগে?
Web Design এবং ডেভেলপমেন্ট শিখতে কত দিন সময় লাগবে তা নির্দিষ্ট করে বলার উপায় নেই। কারণ পৃথিবীর সব মানুষের শেখার ক্ষমতা একরকম নয়। যে জিনিস শিখতে আমার এক বছর লাগবে তা হয়তো আপনি ছয় মাসেই শিখে ফেলতে পারেন।
তবে ওয়েব ডিজাইনের বেসিক এইচটিএমএল এবং সিএসএস শিখতে গড়ে কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। আর নিয়মিত প্র্যাকটিস করে নিজেকে একজন দক্ষ Web Designer হিসেবে গড়ে তুলতে সাধারণত এক থেকে দুই বছর সময় লাগতে পারে।
ওয়েব ডিজাইন শেখার জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন?
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর জন্য মূলত কোডিং করতে হয়। Web Design শিখতে হলে আপনাকে অনেক প্রকারের কোডিং মাথায় রাখতে হবে। এছাড়াও ভিন্ন ভিন্ন অনেক সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন হবে। সেগুলোর মধ্যে কিছু সফটওয়্যার হলঃ
Notepad++
Visual Studio Code
Atom
Textpad
Brackets
Ultra Edit
এছাড়াও আরো অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো সাহায্যে আপনি কোডিং প্র্যাকটিস করতে পারবেন। তবে এই ক্ষেত্রে Visual Studio Code সফটওয়্যার টি ই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে Basic থেকে Advance যেকোনো ধরনের কোডিং করে আউটপুট ও দেখা যায়।
মোবাইল দিয়ে কি ওয়েব ডিজাইন শেখা সম্ভব?
বর্তমানে স্মার্টফোন এর সাহায্যে কম্পিউটারের অনেক কাজই করা সম্ভব। একটু কষ্ট হবে কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়ে Web Design এর বিভিন্ন কোডিং প্র্যাকটিস করতে পারবেন। মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন এর বিভিন্ন কোডিং প্র্যাকটিস করার জন্য জনপ্রিয় কিছু সফটওয়্যারের নাম হলোঃ
Code Editor
Web Code
Decoder Compiler IDE ইত্যাদি
তবে একটা বিষয় মাথায় রাখা দরকার। মোবাইল দিয়ে আপনি কেবলমাত্র basic লেভেলের কাজগুলোই করতে পারবেন। অ্যাডভান্সড লেভেলের ওয়েব ডিজাইনের কাজ করার জন্য অবশ্যই আপনাকে একটি ভালো স্পেসিফিকেশনের কম্পিউটার ব্যবহার করতে হবে।
বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজকেই রিপ্লেস করে দিয়েছে। ভবিষ্যতে এর পরিমাণ আরো বাড়তে থাকবে। তাই ভবিষ্যতের টিকে থাকতে সৃজনশীল পেশাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিতে হবে। Web Design এন্ড ডেভেলপমেন্ট হল জটিল এবং ক্রিয়েটিভ একটি পেশা যাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহজে রিপ্লেস করতে পারবেনা। তাই ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চিন্তামুক্ত থাকতে নিজেকে একজন দক্ষ ওয়েব ডিজাইনের হিসেবে গড়ে তুলতে পারেন। ধন্যবাদ।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্স মডিউল, অভিজ্ঞ মেন্টর, নিয়মিত সাপোর্ট ক্লাস, রিকোভারী ক্লাস, ক্যারিয়ার গাইডলাইন প্রদানসহ ১২ টিরও বেশি ট্রেন্ডি কোর্স নিয়ে পাশে আছে উইট ইন্সটিটিউট
ক্যাটাগরিঃ
গ্রাফিক ডিজাইন
CEO at wit
6 ফেব্রুয়ারি, 2024
ক্যাটাগরিঃ
ডিজিটাল মার্কেটিং
CEO at wit
6 ফেব্রুয়ারি, 2024
ক্যাটাগরিঃ
ডিজিটাল মার্কেটিং
CEO at wit
6 ফেব্রুয়ারি, 2024